সপ্তাহের শেষে ঝেঁপে বৃষ্টি! আজ কেমন থাকবে আবহাওয়া?
ODD বাংলা ডেস্ক: মরশুমের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলি ভারী বৃষ্টিপাত পায়নি। এর ফলে জুলাই মাসেও উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে। মাসের শেষের দিকে কি সদয় হবেন বরুণদেব? এই প্রশ্নের জবাবে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের কিছু জেলা যেমন দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, দুই মেদিনীপুরে এদিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাওয়া যাবে না ভারী বৃষ্টিপাত। কিন্তু, সপ্তাহের শেষে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত পাবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
Post a Comment