সপ্তাহন্তে ভিজবে শহর, কোন কোন জেলা ভাসবে বৃষ্টিতে
ODD বাংলা ডেস্ক: শনিবার রোদের দেখা মিলবে। পাশাপাশি কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বলে জানাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিতভাবে। তবে আজকে এবং আগামীকাল উপকূলের জেলাগুলি অর্থাৎ উত্তর - দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এর এই জেলা গুলিতে সামান্য একটু বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে অন্যদিনের তুলনায়, এমনটাই খবর। কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে বলে জানান হয়েছে হাওয়া অফিসের তরফে।
Post a Comment