প্রতি ৫ সেকেন্ডে কী ঘটে পৃথিবীতে? জানলে চমকে যাবেন
ODD বাংলা ডেস্ক: পাঁচ সেকেন্ড— আমাদের কাছে খুবই কম সময়। কিন্তু এই সময়েই সারা বিশ্বে অনেক কিছু ঘটে যাচ্ছে প্রতিনিয়ত। এই আয়োজনে থাকছে কয়েকটি উদাহরণ-
* প্রতি পাঁচ সেকেন্ডে আপনার আয় হয় কত? উত্তর হয়তো জানা নেই। কিন্তু বিল গেটস প্রতি ৫ সেকেন্ডে ১২৫০ ডলার আয় করেন। সে হিসেবে প্রতিদিন ২ কোটি ডলারের মালিক হচ্ছেন, বছর শেষে তার হিসেব ৮ বিলিয়ন ডলার।
* সারা বিশ্বে প্রতি ৫ সেকেন্ডে মোট ৩৪বার বজ্রপাত হয়। তবে এর ৯৯.৮ শতাংশই মুক্ত স্থানে পড়ে।
* ফেসবুকে প্রতি ৫ সেকেন্ডে ২০৫,০০০টি ওয়াল পোস্ট করা হয়। এই সময়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয় প্রায় সাড়ে ১৯ লক্ষ!
* প্রতি ৫ সেকেন্ডে ইউটিউবে আপডেট করা হয়র ৬ ঘণ্টার সমমানের ভিডিও। প্রতিমাসে এর ভিউয়ারের পরিমাণ ৪ বিলিয়ন।
* আরেরিকার ম্যাকডোনাল্ড বার্গারের নাম হয়তো শুনেছেন! প্রতি ৫ সেকেন্ডে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ৩৭৫টি বার্গার বিক্রি করে। প্রতি ২৪ ঘন্টায় ম্যাকডোনাল্ড বার্গার বিশ্বের ১ শতাংশ মানুষকে বার্গার সরবরাহ করে থাকে।
* প্রতি ৫ সেকেন্ডে সারা বিশ্বে ১৭ মিলিয়ন মেইল আদান প্রদান হয়। জানা যায়, এর মধ্যে ১ কোটির ওপর মেইল হয় ব্যবসায়িক।
* আপনি জানেন প্রতি ৫ সেকেন্ডে এই মহাবিশ্ব ৪৬ মাইল করে প্রসারিত হচ্ছে। প্রসারণের এই হিসেব আপনার আমার কাছে কিছুই না। কিন্তু এই মহাবিশ্ব ক্ষুদ্র থেকে আজ এক বৃহৎ অবস্থানে আসছে।
Post a Comment