শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে দিনমজুরের কাজ করেন এই তরুণী!


ODD বাংলা ডেস্ক: ওড়িশার কোরাপুট জেলার দেবীঘাট পঞ্চায়েতের ভোগেইপাদার গ্রামের বাসিন্দা লাডেই মুদুলি ওরফে লিলি। তিনি পারাজা আদিবাসী সম্প্রদায়ের মেয়ে।লিলিরা চার বোন। ছ’জনের এই সংসারে একমাত্র উপার্জনকারী তাঁদের বাবা রামচন্দ্র। তিনি খেতমজুর। যা আয় করেন তাই দিয়ে কোনও মতে সংসার চলে।তাঁদের পারাজা সম্প্রদায়ের মধ্যে মেয়েদের অল্প বয়সেই বিয়ের রীতি রয়েছে। কিন্তু সেই রীতিকে রীতিমতো চ্যালেঞ্জ করে উচ্চশিক্ষার লক্ষ্যে অবিচল ছিলেন লিলি, হতে চান শিক্ষক।আর তাই অভাবের সংসারে মাত্র ১২ বছর বয়সে হাতে তুলে নিয়েছিলেন কোদাল, ঝুড়ি। নির্মাণশ্রমিক হিসাবে দিনমজুরের কাজ শুরু করেন লিলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.