প্রবল তাপপ্রবাহে মৃত্যু ঝুঁকিতে মহিলারা! বলছে গবেষণা


ODD বাংলা ডেস্ক: ব্রিটেনে যে মাত্রায় তাপপ্রবাহ চলছে, তাতে পুরুষদের তুলনায় বেশি ঝুঁকিতে রয়েছেন মহিলারা। বিভিন্ন দেশের তাপমাত্রাজনিত পরিস্থিতি বিশ্লেষণের পরে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি প্রচণ্ড দাবদাহের কারণে বেসামাল অবস্থায় আছে ব্রিটেনেসহ ইউরোপের বিভিন্ন দেশ। স্পেন, পর্তুগালসহ কয়েকটি দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের তাপমাত্রা ইতিমধ্যে রেকর্ড ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। চরম তাপপ্রবাহের কারণে সম্প্রতি যুক্তরাজ্যের  সরকার  বিভিন্ন রাজ্যে দেওয়া সতর্কবার্তায় বলেছে, ৭৫ বছরের বেশি বয়সী, শিশু, শারীরিক ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এবং নারীরা উচ্চঝুঁকিতে রয়েছেন। অবশ্য নারীদের কেন এই তালিকায় রাখা হয়েছে, সে ব্যাপারে ওই বার্তায় ব্যাখ্যা দেওয়া হয়নি। 

নেদারল্যান্ডসে করা একটি গবেষণা বলছে,তাপমাত্রা বাড়ার কারণে পুরুষদের তুলনায় মহিসারা বেশি উচ্চ ঝুঁকিতে থাকেন। বিভিন্ন তাপপ্রবাহ পরবর্তী সময়ে মারা যাওয়া মানুষদের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে ওই গবেষণা করা হয়। যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি এই গবেষণার প্রতি গুরুত্ব দিয়েছে।

ফ্রান্সে ২০০৩ সালের তাপপ্রবাহের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা বলছেন, একই বয়সীদের মধ্যে তুলনা করলেও পুরুষদের চেয়ে নারীদের মৃত্যু ১৫ শতাংশ বেশি। ডাচ্‌ ও জার্মান গবেষকদের করা অন্য এক গবেষণায় দেখা যায়, গরমের কারণে নারী ও পুরুষভেদে ঝুঁকির মাত্রায় ভিন্নতা রয়েছে। নেদারল্যান্ডসের ২৩ বছরের তাপমাত্রাসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে এমন মত দেওয়া হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে গরমজনিত মৃত্যুহার বেশি। বিশেষ করে, চরম গরমের মধ্যে বসবাসকারী বয়স্ক ব্যক্তিদের (৮০ বছর) মধ্যে এই প্রবণতা বেশি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.