ফের ইতিহাস, ১৯ বছরের খরা কাটিয়ে World Athletics Championship 2022-এ রূপো জয় নীরজের
ODD বাংলা ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপে রূপো জিতলেন ভারতের নীরজ চোপড়া। এটাই ছিল তাঁর প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে নিজের পদক নিশ্চিত করেন তিনি। একই ইভেন্টে অপর ভারতীয় রোহিত যাদব পদক না পেলেও ফাইনালে দশম স্থানে শেষ করেন। তাঁর সর্বোচ্চ থ্রো ৭৮.৭২ মিটার। টোকিওয় সোনার পদকের পর এটা হচ্ছে নীরজের দ্বিতীয় পদক। চলতি বছরের ১ জুলাই নীরজ স্টকহোমে ডায়মন্ড লিগে নতুন জাতীয় রেকর্ড গড়েন। সেই ইভেন্টে তিনি রুপো জেতেন। ইভেন্টে তিনি ৮৯.৯৪ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন।
Post a Comment