নয়া ঢেউয়ে বাড়ছে কোভিড মৃত্যু! সতর্ক করলেন WHO প্রধান


ODD বাংলা ডেস্ক: মার্চ মাসের দিকে বিশ্বজুড়ে কমছিল করোনা সংক্রমণ। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আশার আলো দেখলেও কিন্তু, দূরদূরান্তেও কোভিড মহামারী শেষ হওয়ার কোনও লক্ষণ নেই, জানালেন WHO প্রধান টেড্রস আধনম। তিনি বলেন, "এখনই শেষ হবে না কোভিড মহামারী।" পাশাপাশি করোনায় মৃত্যুর বাড়বাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।ওমিক্রনের দুই সাব ভ্যারিয়্যান্ট BA.4 এবং BA.5 এই বাড়বাড়ন্তের জন্য দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.