৩৫ বছর বয়সে মারা গেল বিশ্বের সর্বাধিক বয়স্ক পান্ডা অ্যান অ্যান


ODD বাংলা ডেস্ক:  বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডা অ্যান অ্যান-এর মৃত্যু হল। বৃহস্পতিবার হংকংয়ের চিড়িয়াখানায় মৃত্যু হয় তার। পুরুষ পান্ডাটির বয়স হয়েছিল ৩৫ বছর। পান্ডাটিকে উপহার হিসেবে চীন দিয়েছিল হংকং-কে। উল্লেখ্য, চীনের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয় পান্ডা।OCEAN পার্ক চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে গত বেশ কয়েকদিন ধরে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল পান্ডাটি। এমনতি চলাফেরাও খুব কম করছিল। কেবল জল খেয়ে ঝিমিয়ে দিন কাটছিল অ্যান অ্যান। এতে উদ্বিগ্ন হয়ে পড়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.