Odd বাংলা ডেস্ক: আইসল্যান্ডের বাসিন্দা। নাম সিঙ্গডার জারটারসন (Sigurdur Hjartarson)। প্রায় ১৭ বছর ধরে এক নিষ্ঠ ভাবে বিভিন্ন প্রাণীর পুং লিঙ্গ তিনি সংগ্রহ করছেন।
কী নেই তাঁর কাছে। গন্ডারের লিঙ্গ থেকে শুরু করে তিমি মাছের পুরুষাঙ্গ সবই রেখেছেন কালেকশনে। এখানেই শেষ নয় বিলুপ্ত প্রায় কোয়ালার পুং লিঙ্গকেও সাজিয়ে রেখেছেন কাঁচের বোতলে। তবে তাঁর কালেকশনে এখনও নেই মানুষের কোনও পুং লিঙ্গ। তাই তাঁর কিছু বন্ধু তাঁকে বলেছেন তাদের মৃত্যুর পর তাঁরা তাদের পুং লিঙ্গ তাঁকে দান করে যাবেন। তিনি তখন সেটা নিয়ে সাজাতে পারেন তাঁর মিউজিয়ামে।
Post a Comment