শুরু হচ্ছে ইয়োনেক্স তাইপেই ওপেন


Odd বাংলা ডেস্ক: প্রতীক্ষার অবসান। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে ইউনেক্স তাইপে ওপেন। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার পঞ্চদশতম টুর্নামেন্ট এটি। সদ্য সিঙ্গাপুর ওপেন জয় করলেন ভারতীয় মহিলা শাটলার পিভি সিন্ধু। তিনি এই টুর্নামেন্টে খেলছেন না। কারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন, কোথাও দেখা যাবে খেলাগুলি, কোথাও আয়োজিত হচ্ছে টুর্নামেন্টটি, জেনে নিন যাবতীয় তথ্য।

সদ্য সিঙ্গাপুর ওপেন জয় করেছেন সিন্ধু। তিনি মঙ্গলবার থেকে শুরু হতে চলা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন না। একই সঙ্গে এই টুর্নামেন্টে দেখা যাবে না কাদম্বি শ্রীকান্ত'কে। সিন্ধুর অনুপস্থিতিতে ভারতীয় মহিলা সিঙ্গেলস দলকে নেতৃত্ব দেবেন সাইনা নেহওয়াল। চলতি বছর কমনওয়েলথ গেমসের আসর বসবে বার্মিংহামে। তাই আসন্ন এই প্রতিযোগিতার জন্য জোরকদমে প্রস্তুতি নেবেন সিন্ধু সেই কারণে তাইপে ওপেন খেলবেন অলিম্পিক্স পদকজয়ী ভারতীয় এই মহিলা শাটলার। তাইপে ওপেনে ভারতীয় পুরুষ দলকে নেতৃত্ব দেবেন পারুপল্লী কাশ্যপ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.