গাড়ির নম্বর প্লেটেই রয়েছে আপনার ভাগ্য!
ODD বাংলা ডেস্ক: নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব সম্পর্কে এই মুহূর্তে সারা পৃথিবীরই আগ্রহ প্রবল। নিজের নামের অক্ষর সংখ্যা, বাড়ির ঠিকানার সংখ্যাগুলি থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পর্যন্ত ঘোরা-ফেরা করে নিউমেরোলজির কারিশ্মা। এমনকী আপনার গাড়ির নম্বরেও লুকিয়ে রয়েছে আপনার ভবিষ্যতের কথা, এমনটাই দাবি করে সংখ্যাতত্ত্ব। এবার জানা যাক, কী বলে গাড়ির নাম্বার প্লেট-
১ সংখ্যাটি সূর্যের প্রভাবাধীন। নম্বর প্লেটে সংখ্যাটি থাকলে গাড়ির মালিকের সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্টো দিকে, এমন সংখ্যা মালিকের আত্মসর্বস্ব চরিত্রের কথাও বলে। ২ সংখ্যাটি চন্দ্রাচ্ছন্ন। এমন সংখ্যা যার গাড়ির নম্বর প্লেটে থাকে, তিনি দূরযাত্রী। তারা শান্ত প্রকৃতির মানুষ। কিন্তু সেই সঙ্গে তারা বড় বেশী আবেগপ্রবণও।
৩ সংখ্যাটি বৃহস্পতির দ্বারা প্রভাবিত। এমন সংখ্যা গাড়ি-মালিকের ভবিষ্যৎ রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানায়। এরা মূলত আত্মগর্বী এবং অর্থ-সর্বস্ব হন। ৪-এর উপরে প্রভাব ফেলে রাহু। এমন ব্যক্তি অর্থবান হন। কিন্তু অর্থ-সংক্রান্ত সমস্যাও তাদের সারা জীবন তাড়া করে। জীবনে বার বার তারা ভুল সিদ্ধান্ত নেন। সম্পর্কঘটিত ব্যাপারেও অনেক ঝড়-ঝাপটা সইতে হয় এদের।
৫-এর উপরে বুধের প্রভাব। এরা তীক্ষ্ণবুদ্ধি, ব্যবসায় সফল। কিন্তু সেই সঙ্গে শিশুসুলভ আচরণ করে গোলমালও কম পাকান না। ৬ শুক্রের দ্বারা প্রভাবিত। সৃজনশীল, শিল্পী মনের অধিকারী। কিন্তু এরা খুব তাড়াতাড়ি নেশায় আসক্ত হয়ে পড়েন। নারীর সঙ্গেও ঝামেলা এদের নিত্যসঙ্গী।
৭-এর অধিপতি কেতু। নম্বর প্লেটে এই সংখ্যা থাকলে তার মালিককে আধ্যাত্মিক বলে ধরে নিতে হবে। কিন্তু আধ্যাত্ম্যই এদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখে। গুনাগারও দিতে হয়। ৮ সংখ্যাটি শনির অধীন। এমন সংখ্যাওয়ালা গাড়ির মালিকের সহজাত নেতৃত্বদানের ক্ষমতা থাকে। উল্টো দিকে এরা আর্থিক ক্ষেত্রে বিশেষ সুবিধা করতে পারেন না।
৯-এর মালিকানা মঙ্গলের। এরা প্রখর বুদ্ধির অধিকারী। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। জীবনে উন্নতিও করেন। কিন্তু এদের জীবনে দুর্ঘটনা-যোগ লেগেই থাকে। ০-সংখ্যাটিকে কোন গ্রহই প্রভাবিত করে না। এই সংখ্যা যাদের গাড়িতে, তাদের জীবন ওঠা-নামায় পূর্ণ। তবে এরা প্রায়শই ভাগ্যবান হন। অভিষ্ট প্রাপ্তিতে এদের অসুবিধা হয় না। তবে এদের জীবনে দুর্ভাগ্যও আসে বিনা নোটিশে। হঠাৎই নিঃস্ব করে দিয়ে চলে যায়।
Post a Comment