শুরু হয়ে গেল পুজোর তোরজোড়! কিছু গুরুত্বপূর্ণ তারিখ ঘোষণা


ODD বাংলা ডেস্ক:  এ বারের পুজোয় বিশেষ আয়োজন। কারণ, এ বার ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির পর প্রথমবার বেশ বড়সড় করে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো। আর সেই উপলক্ষ্যে সেপ্টেম্বরের ১ তারিখে কলকাতায় হবে এক বিশাল মিছিল।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, ১ সেপ্টেম্বর বেলা ২টোর সময় থেকে মিছিল শুরু হবে জোড়াসাঁকোতে। ঠাকুরবাড়ির সামনে মিছিলের জন্য় সাধারণ মানুষ, পুজো উদ্য়োক্তা ও পড়ুয়া থেকে সাধারণ মানুষ জড়ো হবেন। সেখান থেকে মিছিল শুরু হয়ে যাবে, মিছিল যাবে রানি রাসমনী রোড পর্যন্ত। এই মিছিলে অংশ নেবেন হাওড়া, সল্টলেক ও কলকাতার মানুষেরা। মমতা বলেছেন, এই মিছিলটি ঐতিহাসিক মিছিল হিসাবে গণ্য করতে হবে। তিনি আরও বলেন, রানি রাসমনির এলাকা তিনি দেখতে যাবেন। এ বারের মিছিল অনেক রঙিন করতে হবে। যাতে রঙ থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। সবাই রঙ রাখবেন, রঙিন ছাতা, রঙিন জামাকাপড় পড়ে আসবেন, বলেও জানান মমতা।

এক নজরে দেখে নিন এ বারের দুর্গাপুজোর গুরুত্বপূর্ণ তারিখগুলি, যেগুলি ঘোষণা করলেন মমতা-
  • ১ সেপ্টেম্বর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দুর্গাপুজো উপলক্ষে বিশাল মিছিল। কলকাতায় ও জেলায়, জেলায়, পুজোর প্রস্তুতি শুরু এই দিন থেকেই।
  • ২১,২২,২৩ পুজোর প্রস্তুতি দেখতে বিদেশ থেকে পর্যটকদের দল আসবে
  • ২৪ সেপ্টেম্বর, অর্থাৎ মহালয়ার আগের দিন থেকে পুজো শুরু হবে রাজ্য়ে।
  • ৫, ৬, ৭, ৮ সেপ্টেম্বর ঠাকুর বিসর্জনের দিন ঠিক হয়েছে।
  • জেলায় জেলায় ঠাকুর বিসর্জন হবে ৫ থেকে ৭ তারিখ পর্যন্ত
  • কলকাতায় পুজো কার্নিভাল হবে ৮ অক্টোবর।
  • এ ছাড়া সরকারি ছুটি থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।
  • কালীপুজোতেও থাকছে দু'দিন ছুটি

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.