নয়ডার ‘টুইন টাওয়ার’ গুঁড়িয়ে দিতে ৩৫০০ কেজি বিস্ফোরক! ধসে যাবে ৯ সেকেন্ডে


ODD বাংলা ডেস্ক: আর মাত্র কয়েক দিন, তার পরই গগনচুম্বী ‘টুইন টাওয়ার’ মিশে যাবে মাটিতে। ২৮ অগস্ট জোড়া অট্টলিকাকে ধূলিসাৎ করার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দু’টি টাওয়ারের একটির নাম অ্যাপেক্স, অন্যটি সিয়েন। অ্যাপেক্স টাওয়ারের উচ্চতা ১০২ মিটার। অন্যটির উচ্চতা ৯২ মিটার। দু’টি টাওয়ার মিলিয়ে মোট ১০০০ ফ্ল্যাট রয়েছে। এই ‘টুইন টাওয়ার’ ঘিরে বিতর্ক অনেক পুরনো। সেই বিতর্ককেই মাটিতে মিশিয়ে দিয়ে আনা হয়েছে ৩৫০০ কেজি বিস্ফোরক। ৪৬ জন ইঞ্জিনিয়ার ১২ ঘণ্টা কাজ করছেন। প্রতিটি পদক্ষেপের নজরদারির জন্য লাগানো হয়েছে ৩০০ সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার জন্য ৫০০ পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.