হাসি-খুশি স্বভাবের হন এই ৪ রাশি, এদের মন সব সময় থাকে ইতিবাচক শক্তিতে পূর্ণ
ODD বাংলা ডেস্ক: বৈদিক শাস্ত্রে রয়েছে ১২ রাশির উল্লেখ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সকলের মানসিকতা একে অপরের থেকে আলাদা। চিনে নিন এই চার রাশিকে। এই চার রাশির ছেলে মেয়েরা উদ্যমী স্বভাবের হন। এরা ইতিবাচক শক্তিতে পূর্ণ হন। সদা হাস্যময় থাকেন এরা।
কেউ উদ্যমী স্বভাবের তো কেউ শান্ত। কেউ চঞ্চল মনের তো কেউ স্থির। আমরা সকলের স্বভাব একেবারে আলাদা। কেউ অল্পতে খুশি। কারও চাহিদা বিশাল। তেমনই কেউ যা চান, তা জয় করেন। তো কেউ খেলার ময়দানে নামার আগে হেরে বয়ে থাকেন। শাস্ত্র মতে, আমরা সকলে একে অপরের থেকে আলাদা। বৈদিক শাস্ত্রে রয়েছে ১২ রাশির উল্লেখ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ আলাদা। সকলের মানসিকতা একে অপরের থেকে আলাদা। চিনে নিন এই চার রাশিকে। এই চার রাশির ছেলে মেয়েরা উদ্যমী স্বভাবের হন। এরা ইতিবাচক শক্তিতে পূর্ণ হন। সদা হাস্যময় থাকেন এরা।
সিংহ রাশি
রাশি চক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল রবি। এরা জেদি, প্রতিজ্ঞ, দয়াবান ও গম্ভীর স্বভাবের হয়ে থাকেন। তবে, এরা উদ্যমী স্বভাবের হন। এরা সদা হাস্যময় হন। এদের মধ্যে ইতিবাচক শক্তি থাকে। যার সব সময় সব ব্যাপারে ইতিবাচক দিক খুঁজে পান। আনন্দে থাকতে এরা পছন্দ করেন।
মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। এই রাশির ছেলে মেয়েদের মধ্যে ইতিবাচক শক্তি থাকে। যারা সব সময় সব ব্যাপারে ইতিবাচক দিক খুঁজে পান। এই রাশির ছেলে মেয়েরা উদ্যমী স্বভাবের হয়ে থাকেন। এরা সব সময় হাসিখুশি থাকেন। এদের মন আনন্দে থাকে।
ধনু রাশি
রাশি চক্রের নবম রাশির হল ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির ছেলে মেয়েদের প্রেম জীবন তেমন সুখের হয় না। এরা খুবই স্বাধীনচেতা, উৎসাহী স্বভাবের হয়ে থাকেন। এরা সব কাজে উৎসাহ পান। এরা যে কোনও কাজে নতুন উদ্যোগ পেয়ে থাকেন। এরা সর্বক্ষেত্রে ইতিবাচক মনোভাব রাখেন।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির ছেলে মেয়েরা সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হন। এরা হাসি-খুশি স্বভাবের মানুষ। এরা উদ্যমী মনের হন। এরা নতুন কাজ শুরু করতে উদ্যমী হন। এদের মানসিকতা খুবই ইতিবাচক হয়। ইতিবাচক শক্তিতে পূর্ণ বৃষ রাশির ছেলে মেয়েরা সর্বক্ষেত্রে পজেটিভ মনোভাব রাখেন।
Post a Comment