ঝুলিতে ৫টি সোনা,কমনওয়েলথে পদক তালিকায় কত নম্বরে রয়েছে ভারত?

ODD বাংলা ডেস্ক: কমনওয়েলথ গেমসে পদক তালিকায় ভারত রয়েছে ছয় নম্বরে। ভারতের ঝুলিতে রয়েছে ৫টি সোনা, ৫টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক। সব মিলিয়ে ১৩টি পদক জিতেছেন ভারতীয় অ্যাথলিটরা।ভারতের চেয়ে একটি সোনা বেশি জিতে দক্ষিণ আফ্রিকা রয়েছে ৫ নম্বরে। প্রোটিয়া শিবিরে রয়েছে ১৬টি পদক। পদক তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া। তারা কার্যত বাকিদের ধরা-ছোঁয়ার বাইরে। ৪২টি সোনা-সহ মোট ১০৬টি পদক জিতেছে অস্ট্রেলিয়া। ৩১টি সোনা-সহ মোট ৮৬টি পদক জিতে দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড। ১৩টি সোনা-সহ ২৬টি পদক জিতে তিন নম্বরে নিউজিল্যান্ড। ১১টি সোনা-সহ ৪৬টি পদক জিতে চার নম্বরে রয়েছে কানাডা। প্রথম দশের বাকি দেশগুলি হল স্কটল্যান্ড, ওয়েলশ, মালয়েশিয়া ও নাইজিরিয়া।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.