অক্ষমতাকে জয় করে কৃত্রিম পায়ে সাইকেল চালিয়ে রেকর্ড গড়লেন আবলু
গত ১৫ই অগাস্ট যখন গোটা দেশ স্বাধীনতা দিবস পালন করছে, তখন ২৫ বছর বয়সী আবলু হাতে ভারতের জাতীয় পতাকা ধরে, কেবলমাত্র কৃত্রিম পায়ে ভর করে ১ কিলোমিটার পথ সাইকেল চালিয়েছেন! এইভাবে প্রস্থেটিক পায়ে ভর করে সাইকেল চালিয়ে আবলু Moj-এর মারফৎ লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়েছেন।
কৃত্রিম পায়ে সাইকেল চালানোর মাধ্যমে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করে আবলু ইন্টারনন্যাশনাল বুক অব রেকর্ডস গড়েছেন।নিজের স্বপ্ন পূরণ করতে এবং তার দেশকে গর্বিত করতেআবলু রাজেশ গত ৬ মাস ধরে দিন-রাত এক করে পরিশ্রম করে গিয়েছেন।
পঞ্জাবের অমৃতসরে জন্ম ও বেড়ে ওঠা আবলুর ঝোঁক ছিল নাচের প্রতি। কিন্তু ভাগ্য়ের পরিহাসে ১৪ বছর বয়সে,আবলু ট্রেন দুর্ঘটনায় দুই পা হারায়। কিন্তু তা সত্ত্বেও, তিনি আশা ছেড়ে দেননি, বরং তিনি প্রমাণ করেছেন তাঁর প্রতিভা তাঁর অক্ষমতা থেকেও বড়!
কৃত্রিম পা পাওয়ার পর, তিনি তার শরীরকে প্রশিক্ষণ দিয়েছিলেন এবং শিখেছিলেন কীভাবে নতুন করে নাচ করা যায়। কঠিন অধ্যবসায়ের মাধ্যমে, আবলু অমৃতসরে একজন কোরিওগ্রাফার হয়ে ওঠেন, এবং Moj- এ তার ভিডিও আপলোড করা শুরু করেন এবং আবলু জনপ্রিয়তা পেতে শুরু করেন।
আবলুকে তার কৃতিত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন, শেয়ারচ্যাট এবং Moj-এর সিনিয়র ডিরেক্টর অব কনটেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড অপারেশনস শশাঙ্ক শেখর। তিনি বলেন, “আবলুর দৃঢ় সংকল্প এবং ইচ্ছার দৌলতে তার বাধা অতিক্রম করা সত্যিই অনুপ্রেরণাদায়ক। জীবনে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও এমন অল্প বয়সে, আবলু প্রমাণ করেছে যে, সে সত্যিকার অর্থে একজন চ্যাম্পিয়ন, এবং এই মাইলফলক অর্জনের জন্য তাঁকে অভিনন্দন।
Post a Comment