কেষ্ট-কাহিনি: মাছের ব্যবসা দিয়ে শুরু করে এখন বীরভূমের 'বাহুবলী'


ODD বাংলা ডেস্ক: লক্ষ্মীবারে কেষ্টর দুয়ারে সিবিআই। বাড়ি থেকেই কেন্দ্রীয় সংস্থার জালে বীরভূমের 'বাহুবলী'।অষ্টম শ্রেণী পাশ মাছ ব্যবসায়ী থেকে আজকে দোর্দণ্ডপ্রতাপ নেতা। বীরভূম জেলায় তৃণমূলের সর্বেসর্বা অনুব্রত মণ্ডল। নীচুপট্টিতে ছোট ঘর থেকে আজ নীল প্রসাদোপম বাড়ি। ২০১১-এর পর বাংলার রাজনীতিতে উল্লেখযোগ্য নাম অনুব্রত মণ্ডল। বলা যেতে পারে লালমাটির ভোট ফ্যাক্টর অনুব্রত।প্রথম থেকে কংগ্রেস ঘরানায় মানুষ অনুব্রত। পরে ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত কর্মী কেষ্ট মণ্ডল। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.