রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপত্তিকর পোস্ট, গায়ক নোবেলকে আইনি নোটিস


ODD বাংলা ডেস্ক: বরাবরই বিতর্কে থাকতে ভালবাসেন বাংলাদেশের সংগীত শিল্পী মইনুল আহসান নোবেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ফেসবুকে কটুক্তির জের। বাংলাদেশের সংগীত শিল্পী মইনুল আহসান নোবেলকে আইনি নোটিস পাঠালেন চট্টগ্রামের আইনজীবী। সাত দিনের মধ্যে নোবেলকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে।সম্প্রতি ফেসবুকে তিনি লিখেছিলেন, “রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক।” তা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.