ফের দুর্ঘটনার কবলে শুভেন্দুর কনভয়, মারিশদায় গাড়িতে ধাক্কা ১০ চাকা লরির
ODD বাংলা ডেস্ক: ফের দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা একটি গাড়ি। মাশিরদার কাছে দুর্ঘটনার কবলে পড়ে তাঁর কনভয়ে থাকা একটি গাড়ি। জানা গিয়েছে, দিঘাগামী একটি লরি তাঁর কনভয়ের সামনে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে। সেই সময় কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল শুভেন্দুর গাড়িটি। মারিশদার বেতালিয়ার কাছে কনভয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে একটি লরি। আর ঘাতক লরিটি দিঘার দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনার জেরে দুমড়ে যায় গাড়ির সামনের অংশ। অবশ্য শুভেন্দুর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। তবে এটাই প্রথমবার নয়, এর আগেও পথ দুর্ঘটনায় পড়েছিল শুভেন্দুর গাড়ি।
Post a Comment