ভরা আদালতে স্ত্রীর গলা কেটে খুন করল স্বামী!


ODD বাংলা ডেস্ক:আদালতের মধ্যেই স্ত্রীকে গলা কেটে খুন করলেন স্বামী! ভয়ংকর কাণ্ডের সাক্ষী হল কর্ণাটকের একটি পরিবার আদালত। ঘটনায় হতবাক বিচারপতি থেকে আইনজীবীরা। স্বামীর হামলায় গুরুতর আহত স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। অন্যদিকে গ্রেপ্তার করে খুনের মামলা রুজু করা হয়েছে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে।মর্মান্তিক ঘটনাটি ঘটে কর্ণাটকের হাসান জেলায়। সেখানকার হোলেনরসিপুর পারিবারিক আদালত ভবনে। ৩২ বছর বয়সি শিবকুমার এবং ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল।দু’পক্ষের আইনজীবীর সওয়াল-জবাব প্রায় ঘণ্টা খানেক ধরে চলে। এরপর নিয়ম মতো মামলার পরবর্তী দিন জানান বিচারক। তারপরেই ঘটে যায় হাড় হিম করা ঘটনা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.