বিদেশে হিট! গঙ্গুবাই, কাশ্মীর ফাইলসকেও পিছনে ফেলে দিল আমিরের লাল সিং চড্ডা


ODD বাংলা ডেস্ক: আমির খানের নতুন ছবি লাল সিং চড্ডায় ভারতীয় সেনাকে অবমাননা করার অভিযোগে এই ছবি নিয়ে শুরু থেকেই বিতর্ক দানা বেঁধেছে। প্রথম সপ্তাহ শেষে বক্স অফিসে ৫০ কোটির ব্যাবসা করতে রীতিমতো হিমসিম খেয়েছে। কিন্তু, আন্তর্জাতিক স্তরে আমিরি ম্যাজিক একেবারে সুপারহিট। ২০২২ সালে সর্বোচ্চ আয়ের বিচারে বিশ্বব্যাপি বক্স অফিসে রেকর্ড গড়ল আমির খান, করিনা কপুর, নাগা চৈতন্য অভিনীত ছবি লাল সিং চড্ডা। আন্তর্জাতিক স্তরে গঙ্গুবাই, ভুলভুলাইয়া ২ আর দ্য কাশ্মীর ফাইলস-এর মতো ছবির জনপ্রিয়তাকেও ছাপিয়ে গিয়েছে লাল সিং চড্ডা। এক নজরে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক মার্কেটে এই তিনটি ছবি বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.