বিয়ের কিছু দিন পর কেন শারীরিক ঘনিষ্ঠতা কমে? সতর্ক না হলে ডিভোর্স হতে পারে

 




ODD বাংলা ডেস্ক: প্রত্যেকেই চায় তার দাম্পত্য জীবন সুখের হোক। দাম্পত্য জীবন সুখকর করে তুলতে অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করে শারীরিক সম্পর্ক। কিন্তু চাইলেই তো আর সব সুখের হয়ে ওঠে না। সেই পরিস্থিতিতেই দেখা যায় সমস্যা।

তাই এই বিষয়টি নিয়ে আপনাকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে। কারণ বিয়ের কিছু বছর পর দেখা গিয়েছে যে বেশিরভাগ মানুষের মধ্যেই থাকে না শারীরিক সম্পর্ক। আসলে মানুষের জীবনে প্রেমের গুরুত্ব অনেকটাই। মানুষ ভালোবাসতে জানে। বিয়ের পর একটা সময় পর্যন্ত সব ঠিকই থাকে। এরপরই আসল যুদ্ধ শুরু হয়ে যায়।


এদিকে বিয়ের কিছু বছর যেতে না যেতেই নিজেদের মধ্যে দূরত্ব বাড়ে। প্রথমে তারা আলাদা থাকতে চান না, তবে এই সময়টা পেরিয়ে গেলেই তারা আলাদা হয়ে যান! এভাবেই তাদের পুরো জীবন  কাটে। এই পরিস্থিতিতে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। কারণ এর থেকে বিবাহবিচ্ছেদ  হওয়াও সম্ভব।


এবার আসুন জেনে নেয়া যাক একটা সময়ের পর কেন দুজনের মধ্যে দূরত্ব বাড়ে:


 নিজেদের সময় না দেওয়া

আসলে কোনো সম্পর্ক টিকে থাকে একে অপরকে দেওয়া সময়ের উপর। আপনি যদি সময় দিতে পারেন, তবে অনেক ক্ষেত্রেই সমস্যা কমে যেতে পারে। আর সময় না থাকলে গুরুতর হয়ে যেতে পরে রোগ। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখা দরকার। বিয়ের পরও নিজেদের সময় দিন।


ঘুরতে না যাওয়া

মানুষ বিয়ের পর যতোটা ঘুরতে যেতে পছন্দ করেন, বিয়ের কিছু বছর কেটে গেলে সেই রেশ আর থাকে না। আর এই কারণেই সমস্যা তৈরি হয়ে যায়। এক্ষেত্রে ঘুরতে না গেলে কিন্তু গুরুতর সমস্যা দেখা দিতে পারে। তখন সময় খারাপ হতে শুরু করবে। এমনকী শারীরিক ঘনিষ্ঠতাও হয় না।


নিজেদের গুটিয়ে নেয়া

অনেকেই বিয়ের একটা সময়ের পর নিজেকে গুটিয়ে নেন। নানা কারণে এটা হতে থাকে। নিজেদের মধ্যে বন্ডিং খারাপ হলে বা দাম্পত্যজনিত কারণে এই সমস্যা দেখা দিতে পারে। আর একবার কোনো একজন এমনটা করতে শুরু করলে সমস্যা দেখা দেওয়া খুবই স্বাভাবিক। তাই এই ভুল নয়।


নিজেদের চাহিদা বুঝতে না পারা

কিছু ক্ষেত্রে দেখা যায় মানুষের নিজের জীবনের চাহিদা বিয়ের পর পূরণ হয় না। তাঁর হয়তো ভেবেছিলেন, একভাবে কাটবে জীবন, তবে তা আর ঘটছে না। এই পরিস্থিতিতে কিন্তু সতর্ক হয়ে যেতে হবে। কারণ মাথায় রাখতে হবে যে নিজেদের চাহিদা পূরণ না হলে শরীরিক ছেড়ে দিন মনও দূরে চলে যায়।


দায়িত্ব বেড়ে যাওয়া

বিয়ের পর তাও মানুষ ঝারা হাত পা থাকতে পারেন। তবে কিছুদিন কেটে গেলে বাড়তে থাকে দায়িত্ব। এই পরিস্থিতিতে সতর্ক হয়ে যাওয়াটা খুবই জরুরি। কারণ দায়িত্বের চাপে বহু দাম্পত্যের প্রাণহানী হয়ে যায়। তাই এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এটাই হল বড় জটিলতা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.