স্বাধীনতা দিবসের আগে নাশকতার ছক বানচাল পঞ্জাবে, গ্রেফতার চার, উদ্ধার হল অস্ত্রশস্ত্র


ODD বাংলা ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পূর্তির ঠিক আগেই বড় নাশকতার ছক বানচাল করল পঞ্জাব পুলিশ। দিল্লি পুলিশের সাহায্য নিয়ে ওই অভিযান চালানো হয়। তল্লাশি-অভিযানে চার ‘জঙ্গি’কে গ্রেফতার করা হয়েছে। কুখ্যাত জঙ্গি বলে পরিচিত অর্শ দাল্লা, গুরজন্ত সিংহের সহযোগী বলে দাবি। অর্শ বর্তমানে কানাডায় ঘাঁটি গেড়ে রয়েছেন আর গুরজন্ত অস্ট্রেলিয়ায়। পঞ্জাব পুলিশের দাবি, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ‘আইএসআই’-এর মদতেই নাশকতার ছক কষা হয়েছিল।ধৃত চার জঙ্গির ডেরায় তল্লাশি চালিয়ে তিনটি হ্যান্ড গ্রেনেড, একটি আইইডি, দু’টি ৯ এমএম পিস্তল, ৪০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানান পঞ্জাবের ডিজিপি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.