মার্কিন ড্রোন হামলায় নিহত আল কায়দা প্রধান অল জাওয়াহিরি

ODD বাংলা ডেস্ক: ৯/১১-এর ঘটনার বৃত্ত সম্পূর্ণ। বিশ্বের অন্যতম বড় সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড মার্কিন সেনার হাতে খতম। কাবুলে মার্কিন সেনার হাতে খতম আল কায়দা চিফ অয়মান অল-জওয়াহিরি। আফগানিস্তানের কাবুলে মার্কিন সেনার অভিযানে, ড্রোন হামলায় নিকেশ আল কায়দার অন্যতম মাথা এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার মূল চক্রী।টুইট করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, অবশেষে ন্যায় বিচার। ৯/১১-এ জড়িত জঙ্গি নেতা অয়মান অল-জওয়াহিরি খতম। একইসঙ্গে বাইডেনের হুঁশিয়ারি, 'তুমি যেই হও না কেন, যেখানেই লুকিয়ে থাক না কেন। আমাদের দেশের মানুষের জন্য তুমি বিপজ্জনক হলে তোমাকে আমেরিকা ঠিক খুঁজে বার করবে এবং শেষ করবে।'

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.