'নেহরুর থেকে বেশি ব্রাহ্মণ ছিলেন আম্বেদকর', বিস্ফোরক দাবি স্বামীর


ODD বাংলা ডেস্ক: ব্রাহ্মণ ইস্যুতে নেহরুকে নিশানা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা BJP সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। জওহরলালের চেয়ে আম্বেদকর বেশি ব্রাহ্মণ ছিলেন বলে দাবি করেন তিনি। কারণ হিসেবে উদ্ধৃত করেন ভগবত গীতার অংশ। মহীশুর বিশ্ববিদ্যালয়ের ৬০তম প্রতিষ্ঠা দিবসে সর্দার পানিক্কর স্মারক বক্তৃতায় ওই কথা বলেন। গীতায় শ্রীকৃষ্ণের উদ্ধৃতি করে প্রাক্তন BJP সাংসদ বলেন, "যে ব্যক্তি বুদ্ধিমান, উদার এবং সাহসী হয় তবেই সে একজন ব্রাহ্মণ। আমি বিশ্বাস করি বি আর আম্বেদকর যিনি একজন মহান পণ্ডিত ছিলেন, তিনি একজন ব্রাহ্মণ। তিনি বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় থেকে একাধিক ডিগ্রি এবং পিএইচডি করেছেন এবং সংবিধান রচনায় নিজের অবদান রেখেছেন।"

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.