সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে বিগ বি-র
ODD বাংলা ডেস্ক: ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’— পরিচালক আর বাল্কি এবং অমিতাভ বচ্চনের বন্ধুত্ব বহু পুরনো। পরিচালকের গল্প বলার ধরন দর্শকের খুবই পছন্দ। ২৩ সেপ্টেম্বর আসতে চলেছে পরিচালকের নতুন ছবি ‘চুপ’। ‘চিনি কম’-এর পর আবারও এক প্রেমের সাইকো থ্রিলারের গল্প পর্দায় আনতে চলেছেন আর বাল্কি। যে ছবির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটবে সঙ্গীত রচয়িতা অমিতাভ বচ্চনের।পরিচালক বলেন, “অনেকগুলো কারণের জন্য এই ছবি আমার জীবনে বিশেষ। এই ছবির মাধ্যমে সঙ্গীত রচয়িতা হিসেবে আত্মপ্রকাশ ঘটবে অমিতাভ বচ্চনের। ছবিটি দেখার পর খুব সহজাত ভাবে নিজের পিয়ানোয় সুর তোলেন বিগ বি। এই সুর তাঁর অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার ছবির জন্য বিগ বি’র এই বিশেষ উপহার আমি ভুলব না।”
Post a Comment