ফের করোনার কবলে অমিতাভ বচ্চন! উদ্বিগ্ন ভক্তরা
ODD বাংলা ডেস্ক: দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলেন অমিতাভ বচ্চন। স্বয়ং বিগ বি নিজেই টুইট করে এই সংবাদ দিয়েছেন। এই খবর সামনে আসতেই উদ্বেগে তাঁর ভক্তকূল।টুইট করে তিনি লিখেছেন,''সদ্যই আমার রিপোর্ট পজিটিভ বেরিয়েছে। আমি করোনা আক্রান্ত। যারা আমার সংস্পর্শে এসেছেন বা আশপাশে থাকেন, তারা প্রত্যেকে নিজের টেস্ট করিয়ে নেবেন।'' সূত্রের খবর, আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি।২০২০ সালে কোভিডের প্রথম ঢেউয়েও করোনা থাবা বসিয়েছিল তাঁর শরীরে। সেবারে তিনি ছাড়াও অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন-সহ নাতনি আরাধ্যাও করোনা আক্রান্ত হন।
Post a Comment