‘মমতা যা করেছেন, অনেক করেছেন’, দিদির প্রশংসায় পঞ্চমুখ কেষ্ট


ODD বাংলা ডেস্ক: অনুব্রতর মুখে মমতার স্তুতি। দলনেত্রী যে তাঁর জন্য চিন্তিত তাতে কিছুটা স্বস্তিতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। এবার মুখ্যমন্ত্রীর জন্য প্রশংসা করলেন মমতার অনুগত কেষ্ট। বুধবার সকালে আসানসোল নিয়ে যাওয়ার সময় সংবাদমাধ্যমকে বললেন, “মমতা যা করেছেন, অনেক করেছেন।” এদিন নিজাম প্যালেস থেকে সকাল সাড়ে ৭টা নাগাদ বের করা হয় অনুব্রতকে। আসানসোলের উদ্দেশে যাওয়ার আগে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। উড়ে আসে একের পর এক প্রশ্ন। কেষ্ট জানান, তিনি ভাল আছেন। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, অনেক করেছেন। সেই সঙ্গে অনুব্রত আরও বলেন, আমি জজসাহেবকে বলব, “যাঁরা জজসাহেবকে চিঠি দিয়ে হুমকি দিয়েছে তার জন্য সিবিআই তদন্ত করা হোক। আমি আদালতে সিবিআই তদন্ত চাইব।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.