মিলল না জামিন, আরও ৪ দিন CBI হেফাজতে অনুব্রত মণ্ডল


ODD বাংলা ডেস্ক:
জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। কিন্তু, সেই আবেদন গ্রহণ করল না কোর্ট। আরও চারদিন এই নেতাকে CBI হেফাজতে রাখার নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। ২৪ তারিখ এই মামলার পরবর্তী শুনানি। গোরু পাচার মামলায় গত ১১ অগাস্ট গ্রেফতার হয়েছিলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁকে আদালতে তোলা হলে দশ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। শনিবার ফের তাঁকে আসানসোলের বিশেষ আদালতে পেশ করা হয়। এদিন জামিনের জন্য আবেদন করেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। তিনি শারীরিকভাবে অসুস্থ, এই বিষয়টি সামনে রেখেই জামিনের আবেদন করা হয়। পালটা CBI-এর তরফে অনুব্রত মণ্ডলকে আরও চারদিন হেফাজতে রাখার আবেদন জানানো হয় আদালতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.