'করণ-আদিত্যরা এখন আমায় ডাকে না', বিস্ফোরক অভিযোগ অনুপম খেরের

ODD বাংলা ডেস্ক: "এক সময় যাঁদের কাছে আমি প্রিয় ছিলাম এখন তাঁরাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি এখন মূল স্ত্রোতের সিনেমার সঙ্গে যুক্ত নেই। করণ জোহর বা সাজিদ নাদিয়াদওয়ালার মতো মানুষরা এখন আর আমাকে তাঁদের ছবিতে সুযোগ দেন না। আদিত্য চোপড়ার ছবিতেও ডাক পাই না। কিন্তু, একটা সময় আমি ওদের পছন্দের পাত্র ছিলাম। ওঁদের ছবিতে কাজও করতাম। তবে আজ ওঁরা আমায় ডাকে না বলে আমি কিন্তু কাউকে দোষারোপ করছি না। আমি আমার পথ বেছে নিয়েছি। তামিল ছবিতে কাজ করেছি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলিউডের তাবড় পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.