‘আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়’, বিস্ফোরক অর্পিতা মুখার্জী


ODD বাংলা ডেস্ক:  ফের একবার বিস্ফোরক অর্পিতা মুখোপাধ্যায়। মঙ্গলবার জোকা ESI হাসপাতালে তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার অনুপস্থিতিতে টাকা রাখা হয়।” তাঁর এই দাবির পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তাঁর দাবির পর প্রশ্ন উঠছে, সেক্ষেত্রে তাঁর অনুপস্থিতিতে কে বা কারা টাকা রাখে? কার দিকে আঙুল তুলছেন অর্পিতা? উঠছে সেই প্রশ্ন। উল্লেখ্য, এদিন জোকা ESI হাসপাতালে প্রবেশের আগে পার্থ চট্টোপাধ্যায় কোনও মন্তব্য করেননি। তিনি অবশ্য এর আগে সংবাদমাধ্যমে বলেন, "এই টাকা আমার নয়, আমার নয়, আমার নয়"।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.