'সবকিছুই সম্ভব...', অর্পিতার হোয়াটসঅ্যাপ স্টেটাসে কোন অসাধ্য সাধনের ইঙ্গিত?

ODD বাংলা ডেস্ক: ‘অখ্যাত’ অভিনেত্রী থেকে বৈভবের চূড়া, অর্পিতাকে নিয়ে কৌতুহলের শেষ নেই। অর্পিতা কি বরাবর ‘উচ্চাকাঙ্খী’? প্রশ্ন তুলে দিচ্ছে তাঁর হোয়াটসঅ্যাপ স্টেটাস।এই নম্বরটি অর্পিতার, দাবি করা হয়েছে ED-র তরফে। নম্বরটিতে যে ডিসপ্লে পিকচার রয়েছে সেখানেও অর্পিতার ‘উজ্জ্বল উপস্থিতি’ বিদ্যমান। ২০১৮ সালে ২৫ অক্টোবর শেষবারের মতো হোয়াটসঅ্যাপ স্টেটাস বদলেছিলেন অর্পিতা। সেখানে ইংরেজিতে লেখা ‘এভরিথিং ইজ পসিবিল’। যাঁর বাংলা অর্থ, ‘সবই সম্ভব’। সঙ্গে একটি চোখে হৃদয় বসানো ইমোজি। এই স্টেটাস একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। তবে কোন লক্ষ্যে পৌঁছে যেতে চেয়েছিলেন অর্পিতা? তবে কি এমন কোনও অসাধ্য সাধন তিনি করতে চেয়েছিলেন যা হয়তো আদতে বেশ কষ্টদায়ক?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.