বিশ্বমানের ফিল্ম সিটি গড়ার স্বপ্ন ছিল অর্পিতার, দেখা হচ্ছিল জমিও
ODD বাংলা ডেস্ক: দুর্নীতির দায়ে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে। ১০দিনের এ হেফাজত শেষ হচ্ছে কাল বুধবার। ইডি বলেছে, তাঁর হেফাজতের মেয়াদ আরও বাড়ানোর জন্য আদালতে আবেদন করা হবে। পার্থ চট্টোপাধ্যায়কে আরও ১০ দিনের হেফাজতে নিতে চায় ইডি।
পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী হিসেবে পরিচিত মডেল-অভিনেত্রী অর্পিতা মুখার্জিও ইডির হেফাজতে আছেন। পার্থ ও অর্পিতাকে জেরা করতে গিয়ে ইডি জানতে পেরেছে, অর্পিতার স্বপ্ন ছিল এ রাজ্যে একটি বিশ্বমানের ফিল্ম সিটি গড়ার। সেই লক্ষ্য নিয়ে পার্থকে সঙ্গী করে মাঠে নেমেছিলেন তিনি। ফিল্ম সিটির জন্য নদীয়ায় জায়গাও দেখেছিলেন। সেই জায়গা কেনার জন্য অগ্রিম অর্থও প্রদান করা হয়েছিল। কিন্তু এরই মধ্য শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন দুজনই।
এদেশে বিশ্বমানের পাঁচটি ফিল্ম সিটি হল- হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটি, মুম্বাই ফিল্ম সিটি, বেঙ্গালুরুর ইন্নোভোটিভ ফিল্ম সিটি, নয়ডা ফিল্ম সিটি এবং চেন্নাইয়ের এমজিআর ফিল্ম সিটি। এসব ফিল্ম সিটির ধাঁচে পশ্চিমবঙ্গেও একটি অত্যাধুনিক ফিল্ম সিটি গড়ার স্বপ্ন দেখেছিল পার্থ ও অর্পিতা। অর্পিতার স্বপ্ন ছিল ফিল্ম প্রযোজনা ও পরিচালনারও। এই লক্ষ্যে তিনি ঝুঁকেছিল তামিল ও ওডিশি ছবি নির্মাণ ও প্রযোজনার দিকে। ইডি তদন্ত করে জানতে পেরেছে, ওড়িশার রাজধানী ভুবনেশ্বর গিয়েছিলেন অর্পিতা।
ইডির জেরায় অর্পিতা জানিয়েছেন, তাঁদের কালোটাকা সাদা করার জন্য আগস্ট মাসে একটি সংস্থা খুলে ফিল্ম সিটি গড়ার আবেদনও জানাতে চেয়েছিলেন। কিন্তু এর আগেই পার্থ-অর্পিতা ধরা পড়েন। অর্পিতার বেলঘরিয়া ও টালিগঞ্জের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা-সহ কয়েক কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়।
Post a Comment