‘স্যর কিছু খাননি?’ ইডি হেফাজতেও নিয়মিত পার্থর খোঁজ নিচ্ছেন অর্পিতা
ODD বাংলা ডেস্ক: গত ১০-১২ দিন যাবৎ রাজ্যজুড়ে সবচেয়ে চর্চিত নাম বোধহয় ‘অপা’, অর্থাৎ অর্পিতা-পার্থ। কত সম্পত্তি রয়েছে তাঁদের, দুজনের ঘনিষ্ঠতাই বা কতটা, তা নিয়ে আমজনতার আগ্রহের শেষ নেই।দুজনের নামে-বেনামে কেনা সম্পত্তির হদিশও প্রকাশ্যে এনেছে ইডি। তবে সম্পর্কটা যে শুধু টাকাকড়ি কিংবা সম্পত্তির ছিল তা নয়, দুজনের মধ্যে হৃদয়ের টানও ছিল গভীর। তা না হলে কি আদালতে ঢোকার আগেও অর্পিতার চোখেমুখে ‘স্যর’ পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এত উদ্বেগ ধরা পড়ে।লকআপে ঢোকার আগে ছলছল চোখে মডেল-অভিনেত্রী জানতে চান, ‘স্যর কিছু খাননি?’
Post a Comment