ODD বাংলা ডেস্ক: দমদম ক্যান্টনমেন্টে কাউন্সিলরের স্বামীর দাদাগিরি অভিযোগে সাতটি রুটের অটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিল অটো চালকরা। দমদম সুভাষ নগর এলাকায় দক্ষিণ দমদম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা দেবনাথের স্বামী অভি দেবনাথ-এর বিরুদ্ধে অভিযোগ, অটো চালকরা যখন তাদের এলাকায় অটো চালাচ্ছিল তখন অটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে, অটোর চাবি কেড়ে নিয়ে তিনি নাকি অটোচালকের মারধর করেন। এখানেই শেষ নয়, অভিযোগ উঠেছে অভি দেবনাথ নাকি প্রায় সাতটি অটোচালকের চাবি নিয়ে নেন এবং হুমকি দেন। এর পরেই অটো চালকরা সাতটি রুটের অটো পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয় এই মুহূর্তে অটো চালকরা দমদম থানায় দ্বারস্থ হয়ে বিক্ষোভ দেখাচ্ছে।
Post a Comment