বান্দ্রা-ওরলি সমুদ্র সেতু স্বাধীন ভারতের আশ্চর্য্য


রাজীব গাঁধী সমুদ্রসেতু বা বান্দ্রা-ওরলি সমুদ্র সেতুটি মুম্বইয়ের পশ্চিম শহরতলি ও বান্দ্রা অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় মুম্বইয়ের ওরলি অঞ্চলের সংযোগরক্ষাকারী। সেতুটি তৈরিতে খরচ হয় প্রায় ১৬০০ কোটি টাকা। সেতু নির্মাণের ফলে বান্দ্রা থেকে ওরলি পর্যন্ত ৪৫-৬০ মিনিটের যাত্রাপথের সময় ৭ মিনিটে নেমে আসে। গড়ে প্রতিদিন ২৫,০০০ যান চলাচল করে এখান দিয়ে। মুম্বইয়ের এই সেতুটি ২০০৯ সালে সাধারণের জন্য খুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.