পেটের টানে মৃতদেহের সৎকার, বাবার মৃত্যুর পর শ্মশানের ডোমের কাজ করেন বারুইপুরের টুম্পা
ODD বাংলা ডেস্ক: শ্মশানে ডোমের কাজ সাধারণত পুরুষরাই করে এসেছেন। কিন্তু ব্যতিক্রম বারুইপুরের পুরন্দরপুর মহাশ্মশানে কর্মরত এই নারী। এক হাতে গ্লাভস পড়ে, অন্য হাতে কাঠ নিয়ে চুল্লির কাজ সামলাচ্ছেন টুম্পা।পুরন্দরপুর মহাশ্মশানে ডোমের দায়িত্বে রয়েছেন এক মহিলা, টুম্পা। মৃতদের নাম নথিভুক্ত করা থেকে শুরু করে দেহ সৎকার, চুল্লির কাজ সবই করে আসছেন বারুইপুরের টুম্পা দাস। ছেলেদের থেকে মেয়েরা যে কোনও অংশে কম নয়, তারই যেন প্রমাণ দিচ্ছেন টুম্পা। টানা ১৪ ঘণ্টা নাগাড়ে ডিউটি করে যান টুম্পা। তাঁর কাজে নিষ্ঠার সুনাম শ্মশানযাত্রীদের মুখে-মুখে। মহিলা হয়ে যেভাবে মৃতদেহ সৎকারের কাজেও ছেলেদের টেক্কা দিচ্ছেন টুম্পা, তা নজরকাড়া বলেই মনে করেন শ্মশানযাত্রীরা। তাই কাজের শেষে কেউ যদি একটু ভালো বকশিস দেয়, তাতেই খুশি টুম্পা।
Post a Comment