যেভাবে বর্ষাকালে ছেলেরা দাড়ির যত্ন নেবেন
ODD বাংলা ডেস্ক: একটা সময় ছিল যখন ক্লিন সেভ ছিল ছেলেদের ফ্যাশনের অন্যতম অংশ। সময়ের সঙ্গে বদলায় ফ্যাশন, বদলায় মানুষের চিন্তাভাবনা। এখন একমুখ দাড়ি রাখাই ছেলেদের ফ্যাশনের অন্যতম হাতিয়ার। টিনএজ থেকে বয়স্ক, গাল ভর্তি দাড়ি রাখতে সবাই আজকাল বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তবে বর্ষাকালে রাস্তায় কাঁদা, জলের জমে থাকে। ছেলেরা খুব বেশি বাইরে ঘোরাফেরা করে। তাই এসব থেকে তাদের ত্বকে মৌসুমী সংক্রমণ হওয়া অসম্ভব কিছু নয়। বিশেষ করে ছেলেদের দাঁড়িতে চুলকানি, একজিমাসহ নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে বড় দাঁড়িতে চুলকানি বাড়তে পারে এই মৌসুমে। তাই স্টাইলিস্ট দাড়ি রাখতে বর্ষা মৌসুমে বাড়তি যত্ন নিতে হবে। চলুন তবে জেনে নেয়া যাক বর্ষাকালে ছেলেরা দাড়ির যত্নে কী কী করবে সে সম্পর্কে-
নিয়মিত ট্রিম করা
বর্ষা মৌসুমে ছেলেদরে উচিত দাড়ি নিয়মিত ট্রিম করে নেয়া। কিছুদিন পরপরই দাড়ি ছেঁটে নিতে হবে। এতে দাড়ির প্রান্তভাগ ভালো থাকে। চুলকানি হওয়ার সম্ভাবনাও কমে যায়। ত্বকের সমস্যা দূর হওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই স্টাইলিস্ট লাগে।
দাড়িতে তেলের ব্যবহার
দাড়ির শুষ্কতা ও চুলকানি ভাব দূর করার জন্য তেল মাখানো দরকার। অনেকের ধারণা, শুধু আর্দ্র আবহাওয়ায় দাড়িতে তেল ব্যবহার করতে হয়। না বর্ষা মৌসুমেও দাড়িতে তেল লাগাতে পারেন। তবে তেল লাগিয়ে বাইরে না যাওয়াই ভালো। তেল ধুয়ে নিন। দাড়ির বৃদ্ধিতে তেল উপকারী। এটি দাড়িতে পুষ্টি যোগায় এবং হাইড্রেটেড রাখে। এক্ষেত্রে এক্সট্রা ভার্জিন নারিকেল তেল, বেবি অয়েল অথবা ভিটামিন ই-যুক্ত তেল ব্যবহার করা যেতে পারে। যা দাড়ির চুল মোলায়েম ও ঝকঝকে রাখবে।
চিরুনি সঙ্গেই রাখুন
দাড়ি বড় হলে তা নিয়মিত আঁচড়ে নিতে হবে। এই জন্য সঙ্গে চিরুনি রাখুন। দাড়িতে গিঁট বা জট লাগবে না। এতে ধুলোবালি জমেও থাকবে না। তাই চুলকানি হওয়ার সম্ভাবনাও কম। তাছাড়া দাড়িকে সঠিকভাবে সেট করতে আঁচড়ে নেয়া জরুরি।
নিয়মিত দাড়ি পরিষ্কার রাখুন
সব ঋতুতেই দাড়ি পরিস্কার রাখা জরুরি। দাড়ি পরিস্কার থাকলে ত্বকের সংক্রমণের হাত থেকে রেহাই পাবে ছেলেরা। তেল বা সিরাম ব্যবহারে দাড়ির নিচের ত্বকে আটকে থাকতে পারে। যা বেশিক্ষণ থাকলে চুলকানি, ফুসকুড়ি, ব্রণ হতে পারে। তাই নিয়মিত দাড়ি পরিষ্কার করুন। এতে ত্বকের মৃত কোষও জমবে না। ঘরোয়াভাবে বা বাজারের কেনা প্রসাধনী দিয়ে প্রতিদিন মুখ ও দাড়ি পরিস্কার করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন, এসব প্রসাধনী যেন ভালো মানের হয়।
ভেজা দাড়ি নিয়ে বাইরে যাবেন না
দাড়ি ধোয়ার পর ভালোভাবে শুকিয়ে নিন। দাড়ি ভেজা থাকলে তা বর্ষাকালে আরো ভারি মনে হয়। দাড়ির নিচের ত্বকেও বাতাস পৌঁছায় না। এতে ত্বক এবং লোমকূপে ব্রণ হয়। সংক্রমণের ঝুঁকিও থাকে। তাই দাড়ি ভালোভাবে শুকালেই বাইরে বের হবে। মনে রাখবেন দাড়ি তোয়ালে দিয়ে ঘষে মুছবেন না। ড্রায়ারও ব্যবহার করবেন না। বরং প্রাকৃতিক উপায়েই শুকিয়ে নিন।
Post a Comment