জন্মাষ্টমীর আগে ঘরে ফিরছে সূর্য, একটু বেশিই সতর্ক থাকতে হবে ৪ রাশির জাতকদের



 ODD বাংলা ডেস্ক: জন্মাষ্টমীর আগের দিনই রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য। ১৭ অগাস্ট স্বরাশি সিংহে প্রবেশ করবে এই গ্রহ। সমস্ত রাশির ওপর সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব দেখা যাবে। উল্লেখ্য, জ্যোতিষ শাস্ত্রে সূর্যকে পিতা, সম্মান, সরকারি চাকরির কারক গ্রহ মনে করা হয়। সূর্য রাশি পরিবর্তন করলে এ সমস্ত ক্ষেত্রে প্রভাব পড়ে। অন্যান্য রাশির মতো সূর্যের গোচর সমস্ত রাশির ওপর শুভ-অশুভ প্রভাব বিস্তার করলেও ৪ রাশির জাতকদের এ সময় সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোন রাশির জাতকদের সাবধানে থাকতে হবে জেনে নিন।


​বৃষ রাশি 

সূর্যের গোচরের  সময় বৃষ জাতকদের সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ এই রাশির কোষ্ঠীর চতুর্থ স্থানে সূর্যের গোচর হচ্ছে। এটি সুখ ও মায়ের স্থান। তাই এই সময়কালে মায়ের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পাশাপাশি কোনও গুরুত্বপূর্ণ কাজ এ সময় থমকে যেতে পারে। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। বৃষ রাশির চাকরিজীবী জাতকরা অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।


​ধনু রাশি 

জ্যোতিষ গণনা অনুযায়ী সূর্যের রাশি  পরিবর্তনের ফলে ধনু রাশির জাতকরা কষ্টের মুখে পড়তে পারেন। জ্যোতিষ শাস্ত্রে একে রোগ ও শত্রুর স্থান বলা হয়ে থাকে। সূর্য সিংহ রাশিতে প্রবেশ করলে গোপন শত্রুরা আপনাকে সমস্যায় ফেলতে পারেন। পাশাপাশি অফিসে কোনও বিবাদ হলে এড়িয়ে যান। আবার পদ ও প্রতিষ্ঠার ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই সময়কালে দীর্ঘ যাত্রা এড়িয়ে যাবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য দুর্বল হতে পারে, তাই যত্ন নিন।


​মকর রাশি 

১৭ অগাস্ট সূর্য গোচর  করলে মকর রাশির জাতকদের সাবধানে থাকতে হবে। কারণ সূর্য আপনার গোচর কোষ্ঠীর অষ্টম স্থানে গোচর করবে। জ্যোতিষ শাস্ত্রে এই স্থানটিকে আয়ু ও গোপন রোগের স্থান বলা হয়। তাই এই সময়কালে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হতে হবে মকর রাশিত জাতকদের। এমনকি কেরিয়ারের ক্ষেত্রেও বড়সড় কোনও সিদ্ধান্ত নেবেন না। আবার সম্পত্তিতে লগ্নির পরিকল্পনা থাকলে তা এড়িয়ে যাওয়াই ভালো হবে।


​কুম্ভ রাশি 

সূর্যের গোচরের  ফলে সমস্যায় দিন কাটবে কুম্ভ রাশির জাতকদের। কারণ এই রাশির সপ্তম স্থানে সূর্যের গোচর হবে। জ্যোতিষ শাস্ত্রে একে স্ত্রী ও অংশীদারীত্বের স্থান হিসেবে বিবেচনা করা হয়। তাই সূর্যের গোচরের ফলে কুম্ভ জাতকদের দাম্পত্য জীবনে তিক্ততা দেখা দিতে পারে। পাশাপাশ এই রাশির যে জাতকরা অংশীদারীত্বের কাজ ও ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদেরও এ সময় কিছুটা লোকসান হতে পারে। আবার যে জাতকরা অংশীদারীত্বের কাজ শুরু করতে চাইছেন, তাঁরা আপাতত অপেক্ষা করুন।


​সূর্যকে মজবুত করার উপায়


দুর্বল সূর্যের কারণে কাজে বাধা এলে, যে কোনও কাজ শুরু করার আগে গুড় খান ও জল পান করুন। গুড় খেলে সূর্য শক্তিশালী হয়। আবার জলে গম ভাসালেও সূর্যকে মজবুত করা যায়। আবার রবিবার ৮০০ গ্রাম গম ও ৮০০ গ্রাম গুড় মন্দিরে দান করলেও সূর্যের শুভ ফল পাওয়া যায়। সূর্যকে প্রতিদিন জলের অর্ঘ্য দিলেও তাঁর আশীর্বাদ লাভ করা যায়। আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করুন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.