অফিস যাওয়ার আগে এই পাঁচ জিনিস মাথায় রাখুন, বাস্তু উপায় মিলবে সাফল্য
ODD বাংলা ডেস্ক: দিন কীভাবে শুরু করছেন, তার ওপর নির্ভর করবে গোটা দিন কেমন কাটবে। সে কারণে দিনের শুরুটা সঠিক ভাবে করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। শাস্ত্র অনুসারে, ব্যক্তির আচরণ ও বাড়িতে থাকা কিছু বাস্তুদোষের কারণে গোটা দিন খারাপ কাটতে পারে। তাই রোজ অফিস যাওয়ার আগে এই কয়টি ভুল করবেন না।
দিন কীভাবে শুরু করছেন, তার ওপর নির্ভর করবে গোটা দিন কেমন কাটবে। সে কারণে দিনের শুরুটা সঠিক ভাবে করার পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষীরা। শাস্ত্র অনুসারে, ব্যক্তির আচরণ ও বাড়িতে থাকা কিছু বাস্তুদোষের কারণে গোটা দিন খারাপ কাটতে পারে। তাই রোজ অফিস যাওয়ার আগে এই কয়টি ভুল করবেন না।
ঘুম ভাঙতেই সকলে মোবাইলের ওপর চোখ রাখি। বাস্তু শাস্ত্র অনুসারে এই কাজ করা উচিত নয়। মোবাইল ঘাঁটলে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যার কারণে গোটা দিন খারাপ যায়। তেমনই, মোবাইলে খারাপ কিছু দেখলে তা সারাদিন মাথায় ঘুরতে থাকে।
সকাল বেলায় বাচ্চাকে ঘুম থেকে তোলার সময় তাকে মারধর বা বকাবকি করবেন না। অধিকাংশই এই ভুল করে থাকেন। বাস্তু শাস্ত্র অনুসারে, বাচ্চাকে মারধর বা বকাবকি করলে নেতিবাচক এনার্জি তৈরি হয়। যা সংসারের জন্য ক্ষতি কর।
তেমনই, অফিস যাওয়ার সময় খাবার অপচয় করতে নেই। বেশি খেতে না পারলে কম খাবার নিন। কিন্তু, খাবার অপচয় করলে সংসারে অমঙ্গল দেখা দেবে। আর্থিক অনটন দেখা দিতে পারে। ভুলও এই কাজ আর করবেন না।
তেমনই অফিসের ব্যাগে রাখুন জলের বোতল। শাস্ত্র মতে, অফিসের ব্যাগে জলের বোতল রাখলে শুভ ফল মিলবে। বাস্তু শাস্ত্র অনুসারে, সঙ্গে জল রাখা শুভ। এতে সব কাজে যেমন সফল হবেন তেমনই সারা দিন ভালো কাটবে।
তেমনই নোংরা ব্যাগ নিয়ে অফিস যাবেন না। অফিসের ব্যাগে ধুলো থাকলে বাস্তুদোষ তৈরি হতে পারে। তেমনই ব্যাগে সেফটিপিন রাখবেন না। এতে বাস্তুদোষ তৈরি হয়। শাস্ত্র মতে, এই ছোট ছোট ভুল অমঙ্গল ডেকে আনতে পারে। মেনে চলুন এই টোটকা।
পরিবারে সুখ, শান্তি বজায় রাখতে বাস্তু শাস্ত্রের ওপর ভরসা করেন অনেকেই। শাস্ত্র মতে, বাড়ি বানালে কিংবা ঘর সাজালে জীবনের একাধিক জটিলতা থেকে মুক্তি মেলে। তেমনই আর্থিক অনট, পারিবারিক বিবাদ সব কিছু কেটে যায়। তবে, জানেন কি বাস্তু বলতে শুধু ঘরের দিক দর্শন ও আসবাব নয়। ব্যক্তির আচরণ ও কর্মকাণ্ডও এর অন্তর্ভুক্ত। এবার থেকে সকল দোষ কাটাতে এই পাঁচটি বিষয় খেয়াল রাখুন। রোজ অফিস যাওয়ার আগে এই পাঁচ জিনিস মাথায় রাখুন। বাস্তু উপায় মিলবে সাফল্য।
Post a Comment