বাতিল হতে পারে মনোনয়ন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভাইচুং ভুটিয়া
ODD বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্টের নিয়োগ করা প্রশাসক কমিটিকে (সিওএ) সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে কেন্দ্র। সেই আর্জি মেনে নিলে প্রাক্তন ফুটবলার হিসাবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন বাতিল হয়ে যেতে পারে ভাইচুং ভুটিয়ার। তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর আবেদন, প্রশাসক কমিটির তৈরি করা খসড়া সংবিধানকেই মান্যতা দেওয়া হোক। প্রশাসক কমিটি ভারতীয় ফুটবল পরিচালনার জন্য একটি খসড়া সংবিধান তৈরি করেছে। সেখানে প্রশাসনে প্রাক্তন ফুটবলারদের গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু ‘তৃতীয় পক্ষের হস্তক্ষেপের’ কারণ দেখিয়ে এআইএফএফ-কে নির্বাসিত করেছে ফিফা। এই তৃতীয় পক্ষ হল প্রশাসক কমিটি ও সুপ্রিম কোর্ট। তাই কেন্দ্রের আবেদন মেনে প্রশাসক কমিটিকে যদি সরিয়ে দেওয়া হয় তা হলে তাদের তৈরি করা খসড়া সংবিধানেরও কোনও গুরুত্ব থাকবে না।
Post a Comment