আস্থা ভোটের ঠিক আগে পদত্যাগ বিহার বিধানসভার স্পিকারের!
ODD বাংলা ডেস্ক: বিহারে নীতীশ সরকারের আস্থাভোটের আগেই অঘটন। পদত্যাগ করলেন বিহার বিধানসভার স্পিকার। এর আগে নিজের অবস্থান নিয়ে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করলেও বুধবার ফ্লোর টেস্টের আগে আচমকাই ইউটার্ন নিলেন বিজয় কুমার সিনহা। অধিবেশনের শুরুতেই পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি। স্পিকার বিজয় কুমার সিনহা বলেন, "এই আসনটা পঞ্চ পরমেশ্বরের সমান। এর উপর সন্দেহ প্রকাশ করে কী প্রমাণ করতে চাইছেন আপনারা? মানুষের উপর এর বিচার ছাড়লাম। আমি স্পিকারের পদ থেকে পদত্যাগ করছি।"
Post a Comment