জমির বিনিময়ে চাকরি! লালুর ‘দুর্নীতির’ খোঁজে সিবিআই হানা


ODD বাংলা ডেস্ক: বিহার বিধানসভায় আস্থাভোটের মুখোমুখি হবে নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকার। তার আগেই চাকরির আশ্বাস দিয়ে জমি হাতানো মামলার তদন্তে সে রাজ্যের বিজেপি বিরোধী জোটের বৃহত্তম দল আরজেডির একাধিক নেতার বাড়ি ও দফতরে তল্লাশি অভিযান চালাল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, লালুপ্রসাদের দলের রাজ্যসভা সাংসদ আশফাক করিম, বিধান পরিষদের সদস্য তথা দলের কোষাধক্ষ্য সুনীল সিংহ এবং বিধান পরিষদের প্রাক্তন সদস্য সুবোধ রাইয়ের ঠিকানায় বুধবার তল্লাশি হয়েছে। প্রসঙ্গত, জমির বিনিময়ে সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এই মামলায় জুলাই মাসে লালু-ঘনিষ্ঠ ভোলা যাদবকে গ্রেফতার করেছিল সিবিআই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.