শুধু তৃণমূল নেতারাই নয়, হাইকোর্টের নজরে সূর্য-অধীরের সম্পত্তিও!


ODD বাংলা ডেস্ক: শাসকদলের ১৯ জন নেতা-মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি মামলাতে আগেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পক্ষভূক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবার বিরোধী শিবির বিজেপি, কংগ্রেস এবং বামেদের ৩০ নেতারও নাম উঠে এল। যাদের বিরুদ্ধে ক্রমাগত সম্পত্তি বৃদ্ধির অভিযোগ রয়েছে। এর মধ্যে রাম রয়েছে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো, প্রাক্তন কং বিধায়ক আবু হেনা, মোহিত সেনগুপ্তর মতো নেতা। বাম নেতাদের নামের তালিকাও নেহাত ছোট নয়। ক্রমাগত সম্পত্তি বৃদ্ধির তালিকায় নাম রয়েছে সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়, ফণীভূষণ মাহাতো (বর্তমানে বিজেপি), ধীরেন বাগদি, রূপরানি মণ্ডল, তরুণকান্তি ঘোষ, রামচন্দ্র ডোম, বংশগোপাল চৌধুরী, চন্দন সাহারও। রয়েছেন মইনুল হক, খগেন মুর্মু।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.