উষা সুন্দরম: দেশের প্রথম বিমান চালিকা যিনি চ্যালেঞ্জ করেছিলেন চিরাচরিত ধারনাকে

 

ভারতের বিমান ক্ষেত্রে মহিলাদের ক্যাপ্টেন হিসেবে গ্রহণ করতে আজও একটা দ্বিধা কাজ করে। কিন্তু উষা সুন্দরমের গল্প শুনলে আপনাদের মনে হবে মহিলারাই তো পারে। স্বাধীন ভারতের প্রথম মহিলা পাইলট ইনি। দেশের প্রথম প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিকে নিয়ে উড়ান করেছেন। আবার সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেশের সংযুক্তিকরণেও তাঁর অবদান অনস্বীকার্য। 

যখন কাশ্মীর ও হায়দরাবাদে অশান্তি চলছে তখন এই উষা সুন্দরম বিমান নিয়ে উড়ে গিয়ে সেখান থেকে সাধারণ মানুষকে উদ্ধার করে এনেছিলেন। 


উষা বিমান উড়াচ্ছেন

১৯৪৬ সালে স্বামী ভি সুন্দরমের হাত ধরে ব্যাঙ্গালোর এসেছিলেন উষা। তারপরেই তাঁর বিমান উড়ানোর প্রতি ইচ্ছে তৈরি হয়। ১৯৪৯ সালে জক্কুরের বিমান ট্রেনিং সেন্টার থেকে তিনি পাশ আউট করেন। 

তারপর একের পর এক রেসকিউ মিশনে অংশ নেন। আবুল কালাম আজাদকে নিয়েও উড়ান দিয়েছেন এই বিমান চালিকা। যখন রাজনৈতিক বিরোধীতা ও অস্থিরতা চলছে দেশ জুড়ে তখনও তিনি উড়ানে ভয় পাননি।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.