বিরাট চমক! পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামে এবার শ্যুটিং করতে আসছেন অল্লু অর্জুন

ODD বাংলা ডেস্ক: গত বছরের শেষে ভারতীয় সিনেমায় ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। ছবিটি ৩৫০ কোটি টাকারও বেশি আয় করে। এছাড়া সিনেমাটির গানগুলো তুমুল জনপ্রিয়তা পায়।

এবার আসতে চলেছে ‘পুষ্পা: দ্য রুল’। সোমবার শুভ মহরতের মাধ্যমে শুরু হয়েছে সিনেমার শুটিং। তবে সিনেমার নায়ক আল্লু অর্জুন উপস্থিত ছিলেন না মহরতে। কারণ তিনি রয়েছেন নিউইয়র্কে। তাই আপাতত নায়িকা রাশ্মিকা মান্দানাকে নিয়েই শুটিং শুরু করেছেন নির্মাতা সুকুমার।

তবে রয়েছে বড় চমক। শোনা যাচ্ছে, ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং হতে পারে বাংলায়ও। অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি এলাকায় সিনেমাটির কিছু অংশের শ্যুটিং হতে পারে। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার দক্ষিণে খাতরা অঞ্চলে আসবেন আল্লু অর্জুন ও ‘পুষ্পা’ টিম। ওই এলাকাটি মূলত বনাঞ্চল। সেখানে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। আগামী জানুয়ারিতে, অর্থাৎ শীতের সময় সেই শুটিং হওয়ার কথা।

যদিও সংশ্লিষ্ট পক্ষ থেকে শুটিং লোকেশন সম্পর্কে আগাম তথ্য দেওয়া হয়নি। তাই শুটিং হওয়ার আগে পর্যন্ত বিষয়টি এখনও পুরোপুরি নিশ্চিত নয়। ‘পুষ্পা: দ্য রাইজ’-এর চেয়ে দ্বিগুণ বেশি বাজেটে নির্মিত হচ্ছে ‘পুষ্পা: দ্য রুল’। ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে থাকছেন রাশ্মিকা মান্দানা, মালায়লাম তারকা ফাহাদ ফাসিলসহ অনেকে। এছাড়া বলিউড নায়িকা দিশা পাটানিকে একটি আইটেম গানে দেখা যাবে বলেও গুঞ্জন রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.