গাঁজা খাওয়াতে কোটি কোটি ডলার ঢালছে এই দেশ

ODD বাংলা ডেস্ক: কানাডিয়ান সরকার দেশটির সাবেক সেনাদের জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত গাঁজার পেছনে  এবার খরচ করবে ১৫ কোটি ৪০ লাখ ডলার। এই অর্থ দেশটির গত বছরের তুলনায় ৩০ শতাংশ এবং ২০১৯ সালের তুলনায় ১৩৫ শতাংশ বেশি। কানাডার ভেটেরান অ্যাফেয়ার্স ২০০৮ সাল থেকে ওষুধ হিসেবে ব্যবহৃত গাঁজার জন্য এ অর্থ ব্যয় করছে।

কানাডা অক্টোবর ২০১৮ সালে বিনোদনমূলক হিসেবে গাঁজা খাওয়া বৈধ করেছে। উরুগুয়ের পর কানাডা দ্বিতীয় দেশ যারা গাঁজাকে বৈধ করে। সংঘটিত অপরাধের বিরুদ্ধে লড়াই ও ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ হিসেবে এ ব্যবস্থাটির বৈধতা দেয় জাস্টিন ট্রুডোর সরকার।  

তবে ঔষধ হিসেবে ব্যবহারের জন্য ২০০১ সাল থেকেই গাঁজা বৈধ কানাডাতে।

গবেষণায় দেখা গেছে, উদ্বেগ, পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার ও দীর্ঘস্থায়ী ব্যথার মতো সমস্যায় যারা ভোগেন তাদের জন্য গাঁজা ভীষণ কার্যকর।

বিভিন্ন আইনি বিরোধ কাটিয়ে ২০০৮ সালে ভেটেরান অ্যাফেয়ার্স অবসরপ্রাপ্ত সেনাদের চিকিৎসায় ওষুধি গাঁজার খরচের জন্য একটি পরিমাপ অনুমোদন করেছে। কর্তৃপক্ষ ২০১১ সালে আরও বেশি প্রার্থীদের কাছে পৌছাতে নিয়মকানুন সহজ করে। সেই বছর, ৩৭ জনকে প্রায় ৮১ হাজার ডলার ফেরত দেওয়া হয়।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২১ সালে কমপক্ষে ১৮ হাজার সাবেক সেনাকে ওষুধি গাঁজার জন্য টাকা দিয়েছিল কানাডা সরকার, যা ফেডারেল খরচের (১১ কোটি ৮০ লাখ ডলার) সমান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.