অনুব্রতর নামে বেনামে কত সম্পত্তি, তথ্য উদ্ধারে বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই


ODD বাংলা ডেস্ক: এবার অনুব্রত মণ্ডলের নামে বেনামে সম্পত্তির খোঁজে বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে হানা দিল সিবিআই৷ শুধু অনুব্রত মণ্ডল নয়, তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির খোঁজ করাও সিবিআই-এর উদ্দেশ্য বলে খবর৷ এ দিন সকালেই বোলপুরের ওই সরকারি দফতরে পৌঁছন দুই সিবিআই আধিকারিক৷ বোলপুর, ইলামবাজার এবং পাড়ুইয়ের একাংশে যে জমি বিক্রি হয়, তার রেজিস্ট্রি হয় ওই অফিসেই৷ গতকালই বোলপুরের শিব শম্ভু রাইস মিলে হানা দিয়েছিল সিবিআই৷ যে রাইস মিলটি অনুব্রত মণ্ডলের বলেই খবর৷ যদিও সেই মিলের মালিকানা নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ এর পাশাপাশি বোলপুরে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের ফ্ল্যাটেও হানা দিয়েছিল পুলিশ৷

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.