সহকর্মীর আলিঙ্গনে ভেঙে গেল পাঁজরের হাড়! নিষ্পত্তি হলো আদালতে

ODD বাংলা ডেস্ক: নারী সহকর্মীকে আলিঙ্গন করেছিলেন। সেই আলিঙ্গনের চাপেই ভেঙে গেছে পাঁজরের তিনটি হাড়। শেষমেশ ঐ পুরুষ সহকর্মীকে আদালতে যেতে হচ্ছে। ঘটনাটি ঘটেছে চীনের হুনান প্রদেশে।

পুলিশ  জানিয়েছে, কর্মস্থলে নারী সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে তাকে জোরে আলিঙ্গন করেন পুরুষ সহকর্মী। সেই সময়ই ব্যথা অনুভব করে চিৎকার করে উঠেছিলেন ঐ নারী। তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে গেলেও বাড়ি পৌঁছাতেই অস্বস্তি বাড়তে শুরু করে। ব্যথা বাড়ার কারণে বুকে গরম তেল মালিশ করেন। এভাবেই পাঁচ দিন ধরে তেল মালিশ করেও যখন ব্যথা কিছুতেই কমছিল না, তখন তিনি হাসপাতালে যান। সেখানে তার বুকের এক্স-রে রিপোর্টে  জানা যায়, ঐ নারীর পাঁজরের ডান দিকের দুইটি এবং বামদিকে তিনটি হাড় ভেঙেছে। 

বিষয়টি জানার পর ভুক্তভোগী নারী কর্মস্থল থেকে থেকে কয়েক দিনের ছুটি নেন। ফলে তার আয় কমে যায়। নারীর দাবি, জমানো টাকা চিকিৎসার কাজে খরচ হয়ে গিয়েছিল। সুস্থ হওয়ার পর পুরুষ সহকর্মীর সঙ্গে বিষয়টি নিয়ে সমাধানে আসতে চেয়েছিলেন ঐ নারী। অভিযোগ,  ঐ সহকর্মী পাল্টা দাবি করেন, তার আলিঙ্গনের কারণে পাঁজর ভেঙেছে- এর প্রমাণ কী আছে? তারপরই তিনি সহকর্মীর বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে আদালতে মামলা করেন।

মামলার শুনানিতে আদালত সহকর্মীকে ১০ হাজার ইউয়ান ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত যুক্তি দিয়েছেন যে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে, ঐ নারী কোনো কাজ করতে গিয়ে এমনটা ঘটেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.