ইতিহাস গড়ে স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন বাংলার সৌরভ!
ODD বাংলা ডেস্ক: কমনওয়েলথের মঞ্চে তৈরি হল ইতিহাস। ৩৫ বছরের কলকাতার ছেলে স্কোয়াশ থেকে এনে দিলেন ব্রোঞ্জ। অচিন্ত্য শিউলির পর ফের বাংলায় একটা কমনওয়েলথ গেমসের পদক চলে এল। সৌরভের হাত ধরেই স্কোয়াশ সিঙ্গলসে প্রথম কমনওলেথ গেমস পদক পেল ভারত। সেই সঙ্গে গেমসের ষষ্ঠ দিন আরও বেশ কয়েকটি পদক পেয়ে গেল ভারত।স্কোয়াশে সৌরভের প্রতিপক্ষ ছিল বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী ও কমনওয়েলথ গেমসে সোনা পাওয়া ইংল্যান্ডের জেমস উইলসট্রপ। খেলার ফল ছিল ১১-৬, ১১-১ ও ১১-৪। বার্মিংহ্যামে আসার আগে তিনি ট্রেনিং নিয়েছিলেন বিশ্বের প্রাক্তন শীর্ষ স্থানাধিকারী গ্রেগরি গলটিয়েরের কাছে।
Post a Comment